Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিবাহ রেজিস্ট্রার

প্রশ্ন.. রেজিস্ট্রেশন না করা কি শাস্তি যোগ্য অপরাধ? শাস্তিরপরিমাণ কি?

উত্তর.মুসলিম আইনে রেজিস্ট্রেশন না করা শাস্তিযোগ্য অপরাধ।রেজিস্ট্রেশন না করলে ২ বৎসর বিনাশ্রম কারাদন্ড ও ৩০০০ টাকা জরিমানা বা উভয়দন্ড  হতে পারে  তবে  বিয়েটি বাতিল হবে না।খ্রিস্টান আইনে রেজিস্ট্রেশন বিয়ের অন্যতম অংশ ফলে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।এছাড়া হিন্দু,বৌদ্ধদের বিয়ে রেজিস্ট্রেশনেরনিয়ম এখনো চালু  হয়  নি।।

প্রশ্ন., যদি বিয়ের অনুষ্ঠানে বিয়ে রেজিস্ট্রি না হয় তাহলে কত দিনের মধ্যে বিয়ে রেজিস্ট্রি করতে হবে?

উত্তর.বিয়ের অনুষ্ঠানে বিয়ে রেজিস্ট্রেশন করা উত্তম তবে কোন কারণে তা না হলে ৩০ দিনের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে।

প্রশ্ন..বিয়েরদেনমোহরএরপরিমাণের  উপর কিরে জিস্ট্রেশন ফি ধার্য্য হয়?

উত্তর.হ্যাঁ, বিয়ের দেনমোহরের পরিমাণের উপর রেজিস্ট্রেশন ফি ধার্য্য হয়।ধার্য্যকৃত দেনমোহরের প্রতি হাজার  বা তার অংশ বিশেষের জন্য ১০ টাকা রেজিস্ট্রেশন  ফি। তবে রেজিস্ট্রেশন ফি এর পরিমান ১০০ টাকার কম হবে না এবং ৪০০০ টাকার উপরে হবে না।যেমনঃকারো বিয়ের দেনমোহর  ১০,০০০টাকা হলে ফি হবে ১০০ টাকা, ১০,৫০১ টাকা হলে ১১০ টাকা (প্রতি হাজারের অংশ বিশেষের জন্য ও ১০ টাকা), ১১,০০০ টাকা  হলেও ১১০ টাকা, দেনমোহরের  পরিমান ৫০০,০০০ টাকা হলেও  ৪০০০ টাকা (সর্বোচ্চ পরিমান৪০০০টাকা) আবার দেনমোহর ১০০০ টাকা হলেও ফি দিতে হবে ১০০ টাকা (যেহেতু সর্বনিম্ন পরিমান ১০০টাকা)।উল্লেখ্য  রেজিস্ট্রেশন  ফি  পরিশোধের দায়িত্ব বর পক্ষের।সরকার সময়ে সময়ে প্রজ্ঞাপনের মাধ্যমে এই ফি পরিবর্তন ও ধার্য্য করে থাকে। 

প্রশ্ন. .বিয়ে রেজিস্ট্রেশনের সময় নিকাহ রেজিষ্টারের দায়িত্ব কি?

উত্তর.বিয়ে  রেজিস্ট্রেশনের সময় বিয়ের অবশ্য পালনীয় শর্ত পূরণ হয়েছে কিনা তানিকাহ রেজিষ্টার যাচাই-বাছাই করে  দেখবেন  যেমন: ১. বিয়েতে  বর-কনের  বয়স যথাক্রমে ২১ও১৮ বছর  হয়েছে  কিনা(দালিলিক প্রমাণসহ), ২. উভয়ের  সম্মতিআছে  কিনা, ৩.দেনমোহর  ধার্য্যহয়েছেকিনা, ৪. কারো  কোন অধিকার খর্ব হয়েছে কিনা  ইত্যাদি।