গিদারী ইউনয়িন পরিষদ ও ব্রাক-এর যৌর্থ উদ্যোগে প্রতিষ্টিত একটি বহুমুখী সামাজিক উন্নয়ন ভাবনা ব্রাক গিদারী গনকেন্দ্র।যার বিকাশমান (উল্ল্যখেযোগ্য ) কার্যক্রমে রয়েছে ইউনিয়নের নানা বয়সী শিক্ষার্থী তথা জ্ঞান পিপাসুদের তৃষ্ণা নিবারনের পশ্চাদপদ গ্রামীন উন্নয়নে বিভিন্ন পেশাজীবিদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষন,বিভিন্ন ঐতিহাসিক দিবস সমূহ যথাযথ ভাবে উদযাপন সহ গন সচেতন বাড়াতে নানা আয়োজনে অন্তর্ভূক্ত।গন কেন্দ্রটি মানুষের মাঝে সাংস্কৃতিক মনন গড়ে তুলতেও সহায়ক হবে।সর্বোপরি ব্র্যাক গিদারী গনকেন্দ্র সামাজিক আন্দোলনের মাধ্যমে গনজাগরন গড়ে তোলার হাতিয়ার।